Friday, July 11, 2025

গোপালগঞ্জে ‘কাফনের কাপড়’ পরে বিক্ষোভ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

আরও পড়ুন

ছয় দফা দাবি আদায়ে মাথায় কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে জুমার নামাজের পর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বেলা তিনটার দিকে মাথায় কাফনের কাপড় পরে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।

মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের গিয়ে শেষ হয়। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে বসে পড়ে দাবি আদায়ের লক্ষে বিভিন্ন শ্লোগান দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  কাশ্মীরের বদলা নিতে ২৬০০ মুসলিম হত্যার হুমকির ভিডিও প্রকাশ

আরও পড়ুন : ফ্ল্যাট বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

এ সময় শিক্ষার্থী বলেন, সরকার ও কর্তৃপক্ষকে বলব, দ্রুততম সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নিন, আমরা রাজপথ ছেড়ে দেব। কারিগরি শিক্ষা সেক্টরে যে বৈষম্য আছে, আমরা চাই সরকার তা দূর করুক। তা না হলে আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরেয়ে দেয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ