Monday, July 14, 2025

ঢাকার পর খুলনা নগরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, নেতা-কর্মীদের খুঁজছে পুলিশ

আরও পড়ুন

রাজধানীর পর খুলনা নগরীতেও ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে খুলনার জিরো পয়েন্ট এলাকায় ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা’র ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা যায়, একদল নেতা-কর্মী শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন—“শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “শেখ হাসিনার সরকার, বারবার দরকার”, “শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে”।

আরও পড়ুনঃ  প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন নয়: নাহিদ

খুলনা জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নির্দেশনা ছিল, মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না। তাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কম পরিচিত নেতা-কর্মীদের দিয়েই এই মিছিল করা হয়েছে।”

জিরো পয়েন্ট এলাকা খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার আওতায়। থানার ওসি খাইরুল বাশার বলেন, “গাড়ি থেকে নেমে হঠাৎ মিছিল করে দ্রুত স্থান ত্যাগ করেন আওয়ামী লীগের কর্মীরা। সকালের দিকে সড়ক ফাঁকা থাকায় তারা বাধাহীনভাবে মিছিল করতে পেরেছেন। তবে মিছিলকারীদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে।”

আরও পড়ুনঃ  গুলশানের রাস্তা-ফুটপাত থেকে সরানো হলো ২০০ দোকান

এদিকে একই দিন সকালে রাজধানীর মিরপুরেও ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

সেখানে অংশগ্রহণকারীরা “শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে”, “শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”—এমন স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।

এর আগে শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো মিছিল বের করে। সেই মিছিলের পরিপ্রেক্ষিতে ছাত্র ও সাধারণ জনগণের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। ওইদিনই উত্তরার সড়কে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্র-জনতার একটি অংশ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ