Sunday, July 13, 2025

এবার ইসরায়েলের বিমানঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আরও পড়ুন

এবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে উচ্চগতির ক্ষেপণাস্ত্র (হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল) হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত এবং গণহত্যামূলক হামলার প্রতিবাদে এ হামলা চালিয়ে গোষ্ঠীটি।

শনিবার (২৬ এপ্রিল) ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। খবর সাফাক নিউজের। বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিট

ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছে। উল্লেখ্য, এই বিমানঘাঁটি নেগেভ মরুভূমির উত্তরে, বিয়ারশেবা শহরের প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

আরও পড়ুনঃ  সিন্ধু চুক্তির পরিণতি থেকে গঙ্গাপাড়ের জন্য সতর্কতা

আরও পড়ুন : আজাদ কাশ্মীরে সতর্কতা জারি, অভিযোগের আঙুল ভারতের দিকে

তিনি জানান, এ হামলায় ‘প্যালেস্টাইন-২’ নামের ইয়েমেনের নিজস্ব হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয় এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়।

ইয়াহিয়া সারি বলেন, গাজার নির্যাতিত জনগণের প্রতি সংহতি, ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদ এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের জবাবে ইয়েমেনি সেনাবাহিনী ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ