Monday, July 14, 2025

পুলিশের বিরুদ্ধে মাদক সেবন প্রমাণিত হলে ছাড় নয়: আইজিপি

আরও পড়ুন

পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জানান, অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি আইনি ব্যবস্থাও নেয়া হবে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগে আইজি ব্যাজ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি। পুলিশের সেবা প্রদানের মূলকেন্দ্র থানাকে জনগণের আস্থা ও ভরসার জায়গায় পরিণত করতে চান বলেও জানান পুলিশ প্রধান।

আরও পড়ুনঃ  পেকুয়ায় ৫৩২ বস্তা সরকারি চাল জব্দ

দেশের মানুষ যাতে সহজে, নির্ভয়ে থানায় আসতে পারে, তাদের সমস্যার কথা বলতে পারে সেটি নিশ্চিতের তাগিদ দেন সবাইকে।

গণতন্ত্রমঞ্চের সচিবালয় ঘেরাও কর্মসূচি: পুলিশ ও নেতাকর্মীদের সংঘর্ষ

নিরীহ ও অসহায়দের যে কোনো সমস্যার সমাধান যাতে থানাতেই সমাধান করে দেয়া হয় সেই আহবান জানান পুলিশ প্রধান। বাংলাদেশে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই জানিয়ে আইজিপি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে এরইমধ্যে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ