Sunday, July 13, 2025

সীমান্তে বিস্ফোরণ, ভারতীয় সেনাকে স্নাইপার দিয়ে গুলি

আরও পড়ুন

সীমান্তে ভারতীয় সেনা সদস্যকে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। বুধবার (১২ মার্চ) জম্মু ও কাশ্মীরের সীমান্ত রাজৌরি জেলার সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর এই ঘটনা ঘটে। এতে একজন ভারতীয় সেনা জওয়ান আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সেনাবাহিনীর একজন মুখপাত্র এই বিষয়টি অস্বীকার করেছে। তবে সূত্রের বরাতে সংবামাধ্যমটি জানিয়েছে, আহত সৈনিককে নওশেরার কালসিয়ান এলাকায় একটি ফরোয়ার্ড পোস্টে মোতায়েন ছিলেন।

হামলার পর প্রাথমিক চিকিৎসার দিয়ে তাকে উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রগুলি ইঙ্গিত করেছে, সীমান্তের ওপার থেকে একটি স্নাইপারের গুলিতে সৈনিক আহত হয়েছে। তবে বিষয়টি এখনও বিষয়টি তদন্তাধীন।

আরও পড়ুনঃ  নৌবাহিনীর শক্তি বাড়াতে ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

এর আগে সকালে এলওসি বরাবর একটি বিস্ফোরণ ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও মাত্র দুই সপ্তাহ আগে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী পুঞ্চের চকান দা বাগ ক্রসিং পয়েন্টে এক বৈঠকে মিলিত হয়েছিল। যেখানে সীমান্তে উত্তেজনা কামতে এবং নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি বজায় রাখতে উভয় পক্ষ সম্মত হয়েছিল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ