Sunday, July 13, 2025

পুলিশ ও ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ: বাম ছাত্রসংগঠনের ১২ জনের নামে মামলা

আরও পড়ুন

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্লাটফর্ম’ এর সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বাম ছাত্র সংগঠনের ১২ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) মামলাটি দায়ের করা হয়।

আসামিরা হলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ (২৬), বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু (২৮) ও সাধারণ সম্পাদক মাঈন আহম্মেদ (২৪), ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের সভাপতি আল আমিন রহমান (২৫), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি সুমাইয়া শাহিনা (২৫), গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহাম্মদ চৌধুরী (২৫), জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নেত্রী আদ্রিতা রায় (২৩), ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে জড়িত আরমান (৩০), হাসান শিকদার (২৫) ও সীমা আক্তার (২৫), বাম ছাত্রসংগঠনের সঙ্গে জড়িত রিচার্ড (২৬) এবং অং অং মারমা (২৫)।

আরও পড়ুনঃ  হিন্দু হয়েও প্রাণপণে কলমা পড়ছিলাম, পাশের জনকে গুলি করে চলে গেল বন্দুকধারী অনলাইন ডেস্ক

গতকাল মঙ্গলবার দুপুরে প্লাটফর্মটির সদস্যরা রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে রওনা হয়। একপর্যায়ে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এলে তাদের বাধা দেয় পুলিশ। তখন পুলিশের সঙ্গে তাদের তীব্র বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা। পুলিশ লাঠিপেটাও করে। এ সময় উভয়পক্ষের কয়েকজন আহত হন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ