Sunday, July 13, 2025

প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ফিরবেন, ভারতীয় গণমাধ্যমকে আ.লীগ নেতা

আরও পড়ুন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি আলম। এ সময় হাসিনার ঘনিষ্ঠ সহযোগী রাব্বি আলম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ জানান।

বুধবার (১২ মার্চ) ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়, ড. রাব্বি আলম এএনআইকে বলেছেন, ‌‌‘তরুণ প্রজন্ম একটি ভুল করেছে, কিন্তু এটা তাদের দোষ নয়। একটি গোষ্ঠীর কারসাজিতে তাদের ব্যবহার করা হয়েছে।’

আরও পড়ুনঃ  জাপায় সবচেয়ে বড় ভাঙন

গত বছর শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে ‘সন্ত্রাসী বিদ্রোহ’ হিসেবে অভিহিত করে ড. আলম বলেন, ‘বাংলাদেশ আক্রমণের মুখে রয়েছে। এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করা দরকার। বাংলাদেশে রাজনৈতিক বিদ্রোহ ঠিক আছে, কিন্তু দেশে এখন যা চলছে, তা একটি “সন্ত্রাসী বিদ্রোহ”।’

তিনি আরও বলেন, ‘আমাদের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং এ জন্য আমরা ভারত সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’

নরেন্দ্র মোদির প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভ্রমণপথ দেওয়ার জন্য। আমরা ভারতের জনগণের কাছেও কৃতজ্ঞ।’

আরও পড়ুনঃ  নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে কৌশলী বিএনপি

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে ড. আলম বলেন, ‌‘আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পদত্যাগ করতে বলব এবং যেখান থেকে এসেছেন, সেখানে ফিরে যেতে বলছি। আপনার আর থাকার দরকার নেই। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চায়।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ