Sunday, July 13, 2025

বাড়িতে ইফতার করতে তাড়াহুড়ো, সড়কে প্রাণ গেল ৩ বন্ধুর

আরও পড়ুন

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন বন্ধু। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার শাহ-বন্দেগি ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের ধড়মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১), সিদ্দিকের ছেলে সেলিম (২২) ও লিটনের ছেলে রিফাত রহমান (২১)।

স্থানীয়রা জানান, বিকেলে কয়েরখালী বাজার থেকে মোটরসাইকেল নিয়ে শেরপুর শহরে যান তিন বন্ধু। কাজ শেষে ইফতারের আগে দ্রুতগতিতে বাড়ির পথে রওনা দেন। ধড়মোকাম ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নাঈম নিহত হন।

আরও পড়ুনঃ  আ. লীগে যোগ দেয়া সেই বিএনপি নেতা মারা গেছেন, ছুটে গেলেন মাশরাফি

গুরুতর আহত অবস্থায় সেলিম ও রিফাতকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে সেলিমের মৃত্যু হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাতও।

রিফাতের মৃত্যুর বিষয়টি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানরত প্রতিবেশী শাহাদত হোসেন নিশ্চিত করেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার কাজল ৪ দিনের রিমান্ডে

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আজিজুল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ