Monday, July 14, 2025

ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনা আটকে দিলেন ট্রাম্প

আরও পড়ুন

Channel 24
আন্তর্জাতিক
A-AA+
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনা আটকে দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ০৯:৫৫, ১৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:০৪, ১৭ এপ্রিল ২০২৫

ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনা আটকে দিলেন ট্রাম্পX
ডোনাল্ড ট্রাম্প, ছবি: রয়টার্স

ইরানের পারমাণবিক স্থাপনাতে ইসরায়েলের হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যক্রম সীমিত করেছেন। মার্কিন প্রশাসনসহ অন্যান্যদের বরাত দিয়ে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। খবর রয়টার্স

আরও পড়ুনঃ  এনসিপি যোগ দিচ্ছেন বিএনপি নেতা

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ইসরায়েল ইরানে হামলার পরিকল্পনা করেছিল। এই হামলার মাধ্যমে মূলত পারমাণবিক কর্মসূচি থেকে ইরানকে এক বছর অথবা তার বেশি সময় পিছিয়ে দেয়াই লক্ষ্য ছিল।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষার পাশাপাশি তেহেরানে সফলভাবে হামলার জন্যও যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রয়োজন ছিল।

হামলার বিষয়ে কয়েক মাস আলোচনার পরে সামরিক পদক্ষেপ না নিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ নিষিদ্ধে ১ ঘণ্টার আল্টিমেটাম

গত শনিবার ওমানে পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রথম পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই দাবি করেছে আলোচনা ইতিবাচক এবং গঠনমূলক হয়েছে।

আরও পড়ুন: কঙ্গোতে নৌকা ডুবে নিহত ৫০
এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিতীয় ধাপের আলোচনা আগামী শনিবার ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হবে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ