Sunday, July 13, 2025

সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকায় আসছেন হুনানের গভর্নর

আরও পড়ুন

তিন দিনের সফরে শনিবার (১৯ এপ্রিল) ঢাকা সফরে আসছেন চীনের হুনান প্রদেশের গভর্নর মাও ওয়েইমিং। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে ওয়েইমিং এই সফর।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার তিন দিনের সফরে ঢাকায় আসবেন চীনের হুনান প্রদেশের গভর্নর। ১০ সদস্যের একটি বড় প্রতিনিধিদল গভর্নর আসছেন। ঢাকা সফরকালে গভর্নর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আরও পড়ুনঃ  বিএনপির ঘাঁটিতে বাজিমাত করতে চায় জামায়াত

হুনান প্রদেশের গর্ভনের সফরের কারণ জানতে চাইলে মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, হুনান আমাদের নিকটবর্তী প্রদেশ। ৫০ বছর পূর্তি উপলক্ষে যোগাযোগ বাড়ানো, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা। হুনানের সঙ্গে আমাদের চিকিৎসা ও শিক্ষা খাতে

সহযোগিতার সুযোগ আছে। চীনের অনেক বাণিজ্য হুনান প্রদেশের মাধ্যমে হয়, বাণিজ্যের একটা সুযোগ আছে। এই সফরটা রাজনৈতিক না, খাতভিত্তিক সহযোতিায় গুরত্ব পাবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি বাংলাদেশি চিকিৎসাপ্রার্থীদের জন্য হুনানে চারটি হাসপাতাল স্থাপন করা হয়েছে। বাংলাদেশের একটি দল সেখানে চিকিৎসাধীন। গভর্নের ঢাকা সফরে সেখানে বাংলাদেশিদের জন্য আরও হাসপাতাল বাড়ানো নিয়ে আলোচনা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ