Sunday, July 13, 2025

সাতসকালে ভারতীয় বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ঝাড়খণ্ডে নিহত ৬

আরও পড়ুন

Channel 24
আন্তর্জাতিক
A-AA+
সাতসকালে ভারতীয় বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ঝাড়খণ্ডে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ০৯:৪৩, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ০৯:৫৪, ২১ এপ্রিল ২০২৫

সাতসকালে ভারতীয় বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ঝাড়খণ্ডে নিহত ৬X
প্রতীকী ছবি।

সাতসকালে ভারতীয় বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ৬ জন নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) ভোরে দেশটির ঝাড়খণ্ডের বোকারো জেলায় এই ঘটনা ঘটে।

ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) জানিয়েছে, ওই এলাকা থেকে সেনারা একটি এসএলআর, দুটি ইনসাস রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার করেছে।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কা ভারতের স্থলপথের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বলছে, জেলার লালপানিয়া এলাকার লুগু পাহাড়ে অভিযানে যায় নিরাপত্তা বাহিনী। এ সময় মাওয়াবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে তারা। পরে গুলি বিনিময়ের সময় ছয়জন মওয়াবাদী নিহত হন।

সিআরপিএফ জানিয়েছে, “কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স ও রাজ্য পুলিশ যৌথ অভিযান শুরু করে। সোমবার সকালে ঝাড়খণ্ডের বোকারো জেলার লালপানিয়া এলাকার লুগু পাহাড়ে অভিযানের সময় গুলি বিনিময়ে ছয়জন মাওবাদী নিহত হন। তবে এখন পর্যন্ত সৈন্যদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”

আরও পড়ুনঃ  ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা

আরও পড়ুন : ইসরায়েলের নৃশংসতা অব্যাহত, গাজায় আরও ৩৩ জনের প্রাণহানি

এর আগে গত ১২ এপ্রিল ঝাড়খণ্ডের জাগুয়ারের একজন ভারতীয় সৈন্য নিহত হন। এছাড়া ঝাড়খণ্ডের চাইবাসায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে অপর এক সিআরপিএফ কর্মী আহত হন।

রাঁচির ডিআইজি-কাম-সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) চন্দন কুমার সিনহা এক বিবৃতিতে বলেছেন, “ঝাড়খণ্ড জাগুয়ারের এক জওয়ান আইইডি

বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন, যখন একজন সিআরপিএফ জওয়ান চিকিৎসাধীন রয়েছে।” এর আগে, ঝাড়খণ্ডের জারাইকেলায় আইইডি বিস্ফোরণে নকশাল বিরোধী অভিযানের সময় দুই সিআরপিএফ জওয়ান আহত হয়েছিলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ