একজন গ্রামপ্রধান বলেন, “ওদের ছাড়িয়ে নেওয়ার লোকও আছে। আমরা চাই, এমন শাস্তি হোক যাতে কেউ আর এমন কিছু করার সাহস না পায়।”
একটি বোতল, ৫০ টাকা, আর এক জীবনের মূল্য—এই অঙ্কের ব্যর্থতা যেন গোটা সমাজেরই। চারঘাটের মৃত্যুর
ঘটনা আর পুঠিয়ার অভিযান হয়তো শুরু। কিন্তু এই শুরু থেকে যদি শিক্ষা না নেওয়া হয়, তবে সামনে আরও মৃত্যুর খবর লেখা থাকবে পত্রিকার পাতায়।
“মদটা বিক্রি হয় চুপিচুপি, কিন্তু মরার খবর হয় সবার সামনে”—বললেন এক অভিভাবক। এই বেদনার আর্তনাদই হয়তো আগামী অভিযানের আগাম বার্তা।
আপনার মতামত লিখুনঃ