Sunday, July 13, 2025

বিয়ে বাড়িতে সিগারেট খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

আরও পড়ুন

পাবনার চাটমোহরে বিয়ে বাড়িতে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার রাতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন- গুনাইগাছা মণ্ডলপাড়া গ্রামের শ্রী ফটিক মণ্ডল,

রুকু মণ্ডল, দুর্জয় মণ্ডল, সঞ্জয় মণ্ডল, লক্ষণ মণ্ডল, টুনি মণ্ডল ও উজ্জ্বল মণ্ডল। অন্যদের নাম পাওয়া যায়নি। তবে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ১১ মার্চ থেকে রমজান শুরু হতে পারে

রোববার জালেশ্বর মণ্ডলপাড়া গ্রামের হাজরা মণ্ডলের ছেলের বিয়ে ছিল। বিয়ে বাড়িতে অনেক লোকের সমাগম ছিল। এ সময় বাড়ির পাশেই সিগারেট টানছিল এক

কিশোর। তাকে বকাঝকা করেন এক নারী। এ ঘটনা নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, এ বিষয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ