Sunday, July 13, 2025

স্ত্রীকে গলা কেটে হত্যার পর পাশেই বসে ছিলেন স্বামী

আরও পড়ুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুলেখা (৪০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী। বুধবার

(২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী রব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত সুলেখা পার্শ্ববর্তী নয়পাড়া গ্রামের আব্দুলের মেয়ে। তিনি কন্যা সন্তানের জননী। তার স্বামী রব মিয়া নারান্দী এলাকার মৃত চান্দু মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির লোকজন সকালে ঘরে সুলেখার গলা কাটা মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। এ সময় স্বামী রব মিয়াকে রক্তমাখা ধারালো ছুরি

আরও পড়ুনঃ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে ছাত্রদল: উমামা

এবং পবিত্র কোরআন শরীফ সামনে নিয়ে মরদেহের পাশে বসে ছিলেন। রব মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে জানায় এলাকাবাসী।

বিজ্ঞাপন

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে

পাঠানো হয়েছে। অভিযুক্ত রব মিয়াকে ঘরেই পাওয়া গেছে। তাকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ