একাত্তর
দেশযোগসিলেট
হবিগঞ্জে সাতসকালে ঘর দখলে দুই ঘণ্টা সংঘর্ষ, আহত ৫০
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১২:৫৯ পিএমআপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১২:৫৯ পিএম
ছবি: একাত্তর
ছবি: একাত্তর
হবিগঞ্জে একটি গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে জেলা আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত সমিতি প্রতি বছর আশপাশের জমি, পুকুর, ডোবা ইজারা দিয়ে থাকে। সমিতির তহবিলে বেশকিছু টাকাও রয়েছে।
এতোদিন সমিতি ঘরের নিয়ন্ত্রণ ওই গ্রামের শাহজাহান মেম্বারের কাছে থাকলেও সম্প্রতি লতিফুর মেম্বার তাতে বাধা দেয়। এনিয়ে গত কয়েক দিন ধরেই দুই পক্ষের
মধ্যে উত্তেজনা চলছিল। সকালে উভয়পক্ষ লোক ডেকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।
তারা জানান, আহতদের আজমিরীগঞ্জ, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
চলমান মৃদু ও মাঝারি তাপপ্রবাহ আর দুই দিনচলমান মৃদু ও মাঝারি তাপপ্রবাহ আর দুই দিন
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবিএম মাঈদুল হাসান জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।