Monday, July 14, 2025

রো‌হিঙ্গা‌দের স্বাধীন দেশ প্রতিষ্ঠার প্রস্তাব থে‌কে সরে এলো জামায়াত

আরও পড়ুন

মিয়ানমা‌রের আরাকা‌নে রো‌হিঙ্গা সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নি‌য়ে স্বাধীন দেশ গঠনের প্রস্তাব থে‌কে স‌রে এসেছে জামায়া‌তে ইসলামী। গত রোববার রাজধানীর একটি হোটেলে

বাংলাদেশ সফরে আসা চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়ার কথা জা‌নি‌য়ে‌ছি‌ল জামা‌য়া‌তের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

ত‌বে সোমবার বিবৃ‌তি‌তে তি‌নি আগের দি‌নের বক্ত‌ব্যের ব‌্যাখা দি‌য়ে‌ছেন। এতে তি‌নি ব‌লে‌ছেন, যে বক্তব্য দিয়েছি তাতে মূলত বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সম্মানজনক ও

নিরাপদভাবে তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করার ব্যবস্থা ও তাদের জন্য একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার বিষয়টি বুঝাতে চেয়েছি। আমার বক্তব্যের মাধ্যমে কোনো

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে যা বললেন অন্তর্বর্তীকালীন সরকার

ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে তা এ বিবৃতির মাধ্যমে নিরসন হবে বলে আমি আশা করি। এটিই বাংলাদেশ জামায়াতের দৃষ্টিভঙ্গি।

গত রোববার ব্রিফিং‌য়ে ডা. তাহের বলেন, জামায়াত আরাকানে রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন দেশ প্রতিষ্ঠার প্রস্তাব করেছে। চীন এখানে সবচেয়ে বড় ভূমিকা

পালন করতে পারে। মিয়ানমারের সঙ্গে চীনের বড় ধরনের অংশীদারিত্ব রয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা বলেছেন, জামায়াতের প্রস্তাবের বিষয়ে বেইজিং সরকারকে বলবেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ