Sunday, July 13, 2025

রোহিঙ্গা ক্যাম্পে পরকীয়া, অতঃপর…

আরও পড়ুন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রেহেনা আক্তার (২৯) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে খুন করেছেন তার স্বামী। মঙ্গলবার রাতে উখিয়া ক্যাম্প ১৯-এর নিজ ঘরে এ খুনের ঘটনা ঘটে। 

বুধবার (১৪ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের দায়িত্বরত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আব্দুল হাদি।

এ খুনের ঘটনায় জড়িত স্বামী নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ।  

নিহত রেহেনা আক্তার উখিয়ার ক্যাম্প-১৯ এ-৭ ব্লকের আবু সাদেকের মেয়ে এবং রেহেনার স্বামী নুরুল ইসলাম একই ক্যাম্পের আব্দুস শুক্কুরের ছেলে।

আরও পড়ুনঃ  মাটি না ফেলেই ২৪ কোটি টাকা বিল তোলার আয়োজন

নুরুল ইসলামের প্রতিবেশীরা জানান, রেহেনা অন্য এক পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকায় তার স্বামী ক্ষিপ্ত ছিলো। 

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পরকীয়ার জেরে তৈরি হওয়া পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

স্থানীয়দের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার আব্দুল হাদি বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে নুরুল ইসলাম ও তার স্ত্রী রেহেনা আক্তারের মধ্যে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল ইসলাম তার স্ত্রী রেহেনাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে এপিবিএন পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে ঘাতক নুরুল ইসলামকে আটক করে। 

আরও পড়ুনঃ  এবার ইসরায়েলের বিমানঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

তিনি আরও বলেন, আটক নুরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ