Monday, July 14, 2025

এবার ভারতের পাশে দাঁড়ালো ফিলিস্তিন

আরও পড়ুন

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সংঘটিত প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই ‘জঘন্য কর্ম’কে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন এবং

বহু নাগরিকের প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। এসময় তিনি ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি ফিলিস্তিনের সমর্থনও পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে আব্বাস বলেন, “জম্মু ও কাশ্মীর অঞ্চলে সংঘটিত এক

অপরাধমূলক গুলিবর্ষণে নিরীহ পর্যটকসহ বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার দুঃখজনক খবর আমরা অবগত হয়েছি।”

আরও পড়ুনঃ  বৈঠকে বসছে পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটি

“আমরা এই জঘন্য ঘটনাকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা ও প্রত্যাখ্যান করছি এবং ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।

আমরা আপনার প্রতি, বন্ধুত্বপূর্ণ ভারতীয় জনগণের প্রতি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি,” চিঠিতে এভাবেই লেখা হয়।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট এই সন্ত্রাসী হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভারত ও তার জনগণের সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ