Monday, July 14, 2025

সীমান্তবর্তী এলাকা থেকে শতাধিক ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে শতাধিক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার(২৪ এপ্রিল) দুপুরে উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে ৫৯ বিজিবি

ব্যাটালিয়নের একটি অভিযানিক দল। পরে রাতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানান, দুইটি প্লাস্টিকের ক্যারেটসহ চকপাড়া সীমান্তের ১৮৪ মেইন পিলার থেকে প্রায় এক কিলোমিটার দূরে কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় দুই ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিজিবির একটি অভিযানিক দল

আরও পড়ুনঃ  ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনা আটকে দিলেন ট্রাম্প

ঘটনাস্থলে যাবার আগেই তারা পালিয়ে গেলে একটি ক্যারেটে তল্লাশি চালিয়ে লাল কসটেপ দিয়ে মোড়ানো ৯৯টি ককটেল উদ্ধার এবং অপর ক্যারেট থেকে ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

টাইগার বারে অভিযান, আটক চারটাইগার বারে অভিযান, আটক চার
কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের নীতিগত সিদ্ধান্তকুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত

বিজিবির দাবি, দেশকে অস্থিতিশীল করতে ভারত থেকে বোমা তৈরির উপকরণ চোরাই পথে এনে বোমা বানিয়ে সেগুলো চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত রুট ব্যবহার করে পণ্যবাহী ট্রাকে দেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা হচ্ছিলো।

আরও পড়ুনঃ  ছোটভাই’ যুবরাজ সালমানের আমন্ত্রণে সৌদি যাচ্ছেন মোদি

বোমাগুলো দেশীয়ভাবে তৈরির পর তা বন্দর এলাকা থেকে বিভিন্ন পণ্যের আড়ালে পাচার হবার আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তা আটকে দেয়া হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ