আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কর আদায় শাখার নিম্নমান
সহকারী (ডিমান্ড সহকারী হিসেবে কর্মরত) রবিউল আলম রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গতকাল রোববার ভোরে খুলনা শহরের জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেন রবি। মিছিলে তিনি সিটি কর্পোরেশনের স্টিকার লাগানো
মোটরসাইকেলে চড়ে অংশ নেন। কেসিসির সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন রবি।
আরও পড়ুন
খুলনায় আ.লীগের ঝটিকা মিছিল
আ.লীগের মিছিলে অংশগ্রহণকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
খুলনায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫
বিজ্ঞাপন
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে নগর ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।