Sunday, July 13, 2025

সাত বছরের শিশু জুঁই হত্যায় জড়িত ৫ শিশু গ্রেপ্তার

আরও পড়ুন

Channel 24
সারাদেশ
A-AA+
সাত বছরের শিশু জুঁই হত্যায় জড়িত ৫ শিশু গ্রেপ্তার
দেবাশীষ কুমার সরকার, স্টাফ রিপোর্টার নাটোরদেবাশীষ কুমার সরকার, স্টাফ রিপোর্টার নাটোর
প্রকাশিত : ১৮:৫৩, ১৯ এপ্রিল ২০২৫

সাত বছরের শিশু জুঁই হত্যায় জড়িত ৫ শিশু গ্রেপ্তারX
সাত বছরের শিশু জুঁই হত্যায় জড়িত ৫ শিশু গ্রেপ্তার, ছবি: চ্যানেল 24

নাটোরের বড়াইগ্রামে সাত বছর বয়সী শিশু আকলিমা আক্তার জুঁইকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

আরও পড়ুনঃ  পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত ৭

পুলিশ জানায়, বড়াইগ্রাম থানা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচ শিশুকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়। গ্রেপ্তারকৃতদের সবাই শিশু হওয়ায় তাদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। তদন্তের স্বার্থে হত্যার কারণও এখনই প্রকাশ করা হয়নি।

গত সোমবার, বাংলা নববর্ষের দিন বিকেলে বড়াইগ্রাম উপজেলার গাড়ফা গ্রামের শিশু জুঁই দাদির বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু

আরও পড়ুনঃ  আ.লীগের মিছিলে অংশ নেওয়া কেসিসির কর্মচারী গ্রেপ্তার

করেন। পরদিন মঙ্গলবার সকালে পাশ্ববর্তী পাবনার চাটমোহরের রামপুর বিলের একটি ভুট্টাক্ষেতে জুঁইয়ের মরদেহ পাওয়া যায়।মঙ্গলবার রাতেই জুঁইয়ের মা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তদন্তে নেমে

পুলিশ শনিবার পাঁচ শিশুকে গ্রেপ্তার করে। জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং ভয়াবহ ঘটনার বিবরণ দিয়েছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ