Monday, July 14, 2025

বাংলাদেশে সংখ্যালঘুর নির্যাতন না কি ভারতের প্রপাগান্ডা? ভবেশ রায়ের মৃত্যু ঘিরে রন্ধীর জয়সওয়ালের বিস্ফোরক মন্তব্য

আরও পড়ুন

দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha
জাতীয়
বাংলাদেশে সংখ্যালঘুর নির্যাতন না কি ভারতের প্রপাগান্ডা? ভবেশ রায়ের মৃত্যু ঘিরে রন্ধীর জয়সওয়ালের বিস্ফোরক মন্তব্য
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৫, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:৩৯, ২২ এপ্রিল ২০২৫

FacebookTwitterEmailWhatsAppLinkedInMessengerShare
বাংলাদেশে সংখ্যালঘুর নির্যাতন না কি ভারতের প্রপাগান্ডা? ভবেশ রায়ের মৃত্যু ঘিরে রন্ধীর জয়সওয়ালের বিস্ফোরক মন্তব্য
ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলায় ভবেশ চন্দ্র রায়ের (৫৫) মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্যের কুয়াশা। তার মৃত্যুর চার দিন পর দায়ের হওয়া মামলায় বলা হয়, তাকে একটি

অজানা স্থানে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু পুলিশ জানায়, ময়নাতদন্তের আগে করা তদন্ত প্রতিবেদনে তার শরীরে কোনো আঘাত বা নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি।

ভবেশ ছিলেন বিরলের শাহারগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করতেন।

তার পরিবারের দাবি, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দুইটি মোটরসাইকেলে করে চারজন লোক, যাদের মধ্যে স্থানীয় দুইজন – রতন ও আতিক – ছিলেন,

আরও পড়ুনঃ  পদ্মা নদীর পানি আকাশের দিকে উঠে যাওয়ার ভিডিও ভাইরাল

ভবেশকে ফুলবাড়ী বাজারে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। রাত ৮টার দিকে নারাবাড়ী বাজার থেকে রতন ফোন করে ভবেশের ছেলে স্বপনকে জানান, তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

পরিবারের লোকজন ভবেশকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই মৃত্যুর রহস্যজনক প্রেক্ষাপট এখন স্থানীয় সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে।

ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল এক্স প্ল্যাটফর্মে বলেন, “বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও নির্মম

হত্যাকাণ্ড আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি। এটি একটি ধারাবাহিক নির্যাতনের অংশ, যার মধ্য দিয়ে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা চলছে।”

এর জবাবে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, “এই অভিযোগ ভিত্তিহীন এবং দুঃখজনক। আমরা সব নাগরিকের অধিকার রক্ষা করি, ধর্ম নির্বিশেষে।”

কি ঘটেছিল সেই দিন?

ফুলবাড়ী বাজারের দোকানিরা জানান, ভবেশ একজন সদালাপী ও ভদ্র মানুষ ছিলেন। একসময় তার জমিজমা থাকলেও পরে অর্থনৈতিক সংকটে পড়েন। বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও, তিনি স্থানীয় দুই যুবক আতিক ও রতনের সঙ্গে ভালো সম্পর্ক রাখতেন।

আরও পড়ুনঃ  সয়াবিন তেলের ট্রাক লুট, হাত পা বাঁধা চালক-হেলপার উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৪৫টায় ভবেশ, রতন, আতিক ও আরও কয়েকজন নারাবাড়ীর একটি চায়ের দোকানে বসে চা পান করেন। দোকান মালিক ওহিদুল বলেন, “তিনি পুরোপুরি সুস্থই মনে হচ্ছিলেন। এরপর পাশের দোকানে গিয়ে পান খান।”

মতিউর রহমান নামের পান বিক্রেতা বলেন, “পান খাওয়ার সময় ভবেশ হঠাৎ মাথা ঘুরে একটি খুঁটির উপর হেলান দেন এবং বসে পড়েন। স্থানীয়রাই তাকে একটি গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান।”

চিকিৎসক লিটন রক্তচাপ পরীক্ষা করে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে তাকে ভ্যানে করে নেওয়া হয়।

ভ্যানচালক সাদ্দাম হোসেন বলেন, “দুইজন ভ্যানে ছিল, বাকিরা মোটরসাইকেলে অনুসরণ করছিল। রক্তচাপ একাধিকবার পরীক্ষা করা হয় এবং একপর্যায়ে ভবেশের ছেলেকে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলা হয়।”

রাত ৮:৩০টায় অ্যাম্বুলেন্স আসে এবং পরিবার সদস্যরাও উপস্থিত ছিলেন। রাত ৯:২০টার দিকে স্বপন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান এবং ভবেশকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  বিজ্ঞানীদের বিষ্ময়কর সাফল্য, ক্ষয়ে যাওয়া দাঁত নতুন করে গজাবে!

রাত ১১:৪৫ মিনিটে আফসার হোসেন নামে একজন স্থানীয় ব্যক্তি পুলিশকে ফোনে মৃত্যুর খবর দেন। পুলিশ পরবর্তী রাত ১২:৩০টায় বাড়িতে উপস্থিত হয়ে তদন্ত করে এবং কোনো আঘাতের চিহ্ন না পেয়ে ময়নাতদন্তের জন্য লাশ পাঠায়।

পরদিন বিকাল ৫:৩০টায় ডা. মাইনুদ্দিন ময়নাতদন্ত করেন এবং জানান, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে ভিসেরা রিপোর্টের অপেক্ষা করতে হবে।

আতিক ও রতন পলাতক

ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়লে রতন ও আতিক এখন গা ঢাকা দিয়েছেন। সূত্র জানায়, তারা ঋণের ব্যবসা ছাড়াও মাদক কারবারে জড়িত।

মামলা দায়ের

মৃত্যুর চারদিন পর স্বপন চন্দ্র রায় বিরল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে বলা হয়, তার বাবা টাকার জন্য চাপের মুখে ছিলেন এবং পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

দিনাজপুর পুলিশের অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, ৩০২/৩৪ ধারায় মামলা হয়েছে এবং তদন্ত গুরুত্বের সঙ্গে চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ