Monday, July 14, 2025

ঘড়ির কাঁটায় চাপ, সিদ্ধান্তের মোড়ে ভারত ও পাকিস্তান

আরও পড়ুন

দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha
বিদেশ
ঘড়ির কাঁটায় চাপ, সিদ্ধান্তের মোড়ে ভারত ও পাকিস্তান
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫, ২৪ এপ্রিল ২০২৫

FacebookTwitterEmailWhatsAppLinkedInMessengerShare
ঘড়ির কাঁটায় চাপ, সিদ্ধান্তের মোড়ে ভারত ও পাকিস্তান
ছবি: সংগৃহীত

পহেলগাঁওয়ে পর্যটকবাহী বাসে হামলার পর দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। আজ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়া হচ্ছে—যার প্রভাব পড়তে পারে দেশ-বিদেশের সম্পর্কেও।

সরকারি সূত্রে জানা গেছে, হামলার প্রেক্ষিতে ভারত সরকার বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করতে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করতে যাচ্ছে। এই বৈঠকে হামলা নিয়ে বিশদ আলোচনা এবং ভবিষ্যৎ করণীয় ঠিক করা হবে।

আরও পড়ুনঃ  স্ত্রীকে গলা কেটে হত্যার পর পাশেই বসে ছিলেন স্বামী

এদিকে, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পৃথকভাবে অঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে আরেকটি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন।

পাশাপাশি, পাকিস্তান সরকারও সক্রিয়। আজ ইসলামাবাদে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ভারতের সাম্প্রতিক পদক্ষেপগুলোর জবাব কীভাবে দেওয়া হবে—তা নিয়ে কৌশল নির্ধারণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হামলায় নিহতদের মরদেহ আজও তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছানো হচ্ছে। পরিবার ও স্বজনদের অশ্রুভেজা বিদায়ের মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে।

আরও পড়ুনঃ  পাহাড় থেকে সেনা ও বাঙালি প্রত্যাহার করতে হবে, জাতিসংঘে সন্তু লারমার নাতনি

ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। হামলাকারীদের খুঁজে বের করতে সেনা মোতায়েন ও নজরদারি জোরদার করা হয়েছে।

ভারত জুড়ে শোক, ক্ষোভ ও সতর্কতার আবহ—চলমান পরিস্থিতিতে নজর রাখা হচ্ছে সরকারের প্রতিটি পদক্ষেপের দিকে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ