Saturday, July 12, 2025

সর্বদলীয় বৈঠকে মোদি সরকারের ব্যর্থতা স্বীকার, যা বললেন অমিত শাহ

আরও পড়ুন

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলা নিয়ে বৃহস্পতিবার জরুরি সর্বদলীয় বৈঠকে পর্যটকদের নিরাপত্তা ঘাটতিসহ ব্যর্থতা স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। এতে

গোয়েন্দা ব্যর্থতাও ছিল, এমনটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত সবার সামনে স্বীকার করে নিয়েছেন। খরব ইন্ডিয়া টুডের।

বৈঠকে ক্ষমতাসীন বিজেপির এই নেতা বিরোধীদের উদ্দেশে বলেন, ‘যদি কিছুই ভুল না হতো, তাহলে আমরা সবাই এখানে একত্রিত হতাম না। কোথাও না কোথাও ভুল ছিল, যা আমাদের খুঁজে বের করতে হবে।’

আরও পড়ুনঃ  পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সশস্ত্র হামলার পর দেশজুড়ে রাজনৈতিক ও জনসাধারণের মধ্যে তীব্র প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই প্রেক্ষিতে বিরোধীদলের নেতাদের অবহিত করার জন্যই এই সর্বদলীয় বৈঠকের আয়োজন করে কেন্দ্র সরকার।

আরও পড়ুন : কাশ্মীর হামলাকে ‘মোদির সরকারের ষড়যন্ত্র’ বলায় বিধায়ক গ্রেপ্তার

বৈঠকে উপস্থিত বেশ কয়েকটি বিরোধী দল প্রশ্ন তোলে নিরাপত্তা ব্যবস্থার সুস্পষ্ট ব্যর্থতা নিয়ে। সূত্র অনুযায়ী, কয়েকজন নেতা বলেন, ‘সেই সময়ে নিরাপত্তা বাহিনী কোথায় ছিল? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কোথায় ছিল?’

আরও পড়ুনঃ  মধ্যরাতে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আবদুল্লাহ, রাখলেন নতুন দাবি

জবাবে মোদি সরকারের পক্ষ থেকে জানানো হয়, অনন্তনাগ জেলার পেহেলগামের কাছে বাইসরান এলাকা সাধারণত জুন মাসের অমরনাথ যাত্রা পর্যন্ত জনসাধারণের জন্য বন্ধ থাকে। কিন্তু স্থানীয় প্রশাসন এই এলাকা খোলার আগে নিরাপত্তা সংস্থাগুলোকে কিছু জানায়নি।

ঘটনার পর বিলম্বে প্রতিক্রিয়া জানানো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অনেকে। সূত্রের দাবি অনুযায়ী, সরকারপক্ষ জানায়—ঘটনাস্থলটি ছিল পাহাড়ি পথে ৪৫ মিনিটের হাঁটা দূরত্বে এবং এমন জরুরি পরিস্থিতি সামাল দেয়ার মতো কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সেসময় কার্যকর ছিল না।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ