Thursday, July 10, 2025

তাসনিম জারার পক্ষ নিয়ে যা বললেন শবনম ফারিয়া

আরও পড়ুন

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক

আইনজীবী। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক চলছে। জারাকে আইনি নোটিশ পাঠানোর ব্যাপারে প্রতিবাদ জানিয়ে মুখ খুললেন আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া।

শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জারাকে নিয়ে একটি পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, ‘যখন সরকার বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে বিবেচনা করার দিকে

মনোযোগ দিতে শুরু করেছে, তখন আপনি কীভাবে এমন একটি মেয়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাতে পারেন, যে মানুষকে শিক্ষিত করার চেষ্টা করছে?

আরও পড়ুনঃ  জেলা পুলিশের সুধী সভার প্রথম সারিতে কৃষক লীগ নেতা

এই সেই মেয়ে, যিনি আন্তর্জাতিক সুযোগ-সুবিধা ছেড়ে দেশের জন্য কাজ করছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আরও সচেতন, জ্ঞানী এবং সুস্থ করে গড়ে তোলা যায়। আর আপনারা এভাবেই তার প্রতিদান দিচ্ছেনতিনি আরও

লিখেছেন, ‘আমাদের দেশের সবচেয়ে মেধাবী মানুষদের অনেকেই ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গেছে। ধীরে ধীরে এই দেশ মূর্খদের ভূমিতে পরিণত হচ্ছে। যারা ফিরে

এসেছে এবং পরিবর্তন আনার চেষ্টা করছে, তাদের মুখ বন্ধ করার চেষ্টা করবেন না। তাদের আপনার পরবর্তী ঠাট্টার পাত্রে পরিণত করবেন না।’

আরও পড়ুনঃ  ৫ আগস্ট রাত আড়াইটা পর্যন্ত সংসদ ভবনে ছিলেন শিরীন শারমিনসহ ১২ জন

প্রসঙ্গত, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব স্বপ্রণোদিত হয়ে ডা. জাহাঙ্গির কবির, ডা. তাসনিম জারাকে আইনি

নোটিশ পাঠিয়েছেন। যেখানে তিনি অভিযোগ করেছেন ডা. জাহাঙ্গির কবির, ডা. তাসনিম জারাসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পরামর্শের আড়ালে ভিডিও বক্তব্য এবং ছবির মাধ্যমে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে থাকেন।

ওইসব ছবি এবং ভিডিও সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে বিনষ্ট করছে বলেও অভিযোগ করেন তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ