Sunday, July 13, 2025

বিজেপি-আরএসএসের ঘুম কেড়ে নিচ্ছেন ইলন মাস্ক, অসহায় মোদি সরকার!

আরও পড়ুন

টেকনোলজিকে ডেভেলপমেন্ট পার হামারা কাফি ফোকাসে যেন ছায়ার সঙ্গে লড়াই। প্রশ্ন করলেই মিলছে এমন জবাব, যা ভারতের ক্ষমতাসীন কট্টরপন্থী বিজেপি এবং আরএসএস সরকারের মুখ বন্ধ করতে যথেষ্ট। আর এর প্রতিকারও বের করতে পারছেন না তারা কারণ এর পেছনে সংশ্লিষ্টতা রয়েছে মার্কিন ধনকুবের এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন ইলন মাস্কের। ভারতের ক্ষমতাসীনদের অপ্রত্যাশিত এই লড়াইয়ের মুখোমুখী করেছে উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর চ্যাটবট ‘গ্রোক থ্রি’, ইলন মাস্কের সামাজিক মাধ্যম এক্সে ব্যবহারকারীরা যার মাধ্যমে নানা প্রশ্নের উত্তর জানতে পারছেন এবং যেকোনো বিষয়ের সত্যতা যাচাই করতে পারছেন।

বিদেশ
বিজেপি-আরএসএসের ঘুম কেড়ে নিচ্ছেন ইলন মাস্ক, অসহায় মোদি সরকার!
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১:৪৩, ২০ মার্চ ২০২৫

FacebookTwitterEmailWhatsAppLinkedInMessengerShare
বিজেপি-আরএসএসের ঘুম কেড়ে নিচ্ছেন ইলন মাস্ক, অসহায় মোদি সরকার!
ছবি: সংগৃহীত।

টেকনোলজিকে ডেভেলপমেন্ট পার হামারা কাফি ফোকাসে যেন ছায়ার সঙ্গে লড়াই। প্রশ্ন করলেই মিলছে এমন জবাব, যা ভারতের ক্ষমতাসীন কট্টরপন্থী বিজেপি এবং আরএসএস সরকারের মুখ বন্ধ করতে যথেষ্ট। আর এর প্রতিকারও বের করতে পারছেন না তারা কারণ এর পেছনে সংশ্লিষ্টতা রয়েছে মার্কিন ধনকুবের এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন ইলন মাস্কের। ভারতের ক্ষমতাসীনদের অপ্রত্যাশিত এই লড়াইয়ের মুখোমুখী করেছে উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর চ্যাটবট ‘গ্রোক থ্রি’, ইলন মাস্কের সামাজিক মাধ্যম এক্সে ব্যবহারকারীরা যার মাধ্যমে নানা প্রশ্নের উত্তর জানতে পারছেন এবং যেকোনো বিষয়ের সত্যতা যাচাই করতে পারছেন।

আরও পড়ুনঃ  হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ২

গ্রোক থ্রি এর দাবি অনুযায়ী, এসব উত্তর পুরোপুরি তথ্যনির্ভর। তবে, এ নিয়ে বিপক্ষে পড়েছে ভারতের কট্টরপন্থী সংগঠনগুলো। এতদিন এসব সংগঠন যা দাবি করছিল, গ্রোক তার উল্টো উত্তর দিচ্ছে। এতদিন ধরে যেসব বিষয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে, যেসব প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ জবাব কেউ পায়নি, গ্রোক থ্রি নির্দ্বিধায় সেসব প্রশ্নের উত্তর দিচ্ছে। যেমন, একজন জানতে চান, ভারতে স্বাধীনতা সংগ্রামে আরএসএস-এর ভূমিকা কী ছিল? উত্তরে বলা হয়, ভারতের স্বাধীনতায় আরএসএস-এর ভূমিকা একেবারেই নগণ্য বা শূন্য।

আরও পড়ুনঃ  যারা একসময় দেশের জন্য আইন বানাতেন, আজ তারাই সেই আইনের কাঠগড়ায়

বিজেপির আইটি সেল বহুদিন ধরে প্রচার করছে, সোনিয়া গান্ধী নাকি বার ড্যান্সার ছিলেন, তবে গ্রোক থ্রি সেই প্রচারের কোন সত্যতা খুঁজে পায়নি। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বার ড্যান্সার ছিলেন কিনা এমন প্রশ্নের উত্তরে গ্রোক বলছে, তিনি বার অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করেছেন, ড্যান্সার ছিলেন না।

প্রশ্ন করা হয়েছিল ২০২৪ সালের নির্বাচনের আগে মোদির ‘অনুপ্রবেশকারী’ মন্তব্যের বিষয়ে। জবাবে গ্রোক বলছে, এটি তিনি করেছেন হিন্দু জাতীয়তাবাদ জাগাতে। শুধু তাই নয়, গ্রোক থ্রি এর বক্তব্য অনুযায়ী, মোদি ভারতের সবচেয়ে বড় সাম্প্রদায়িক নেতা।

বিজেপির অন্দরমহলে দাবি উঠেছে, অবিলম্বে গ্রোক থ্রি নিয়ন্ত্রণ করা হোক। কিন্তু সে দাবি মেনে সরকারের সক্রিয় হওয়াও সহজ নয়, কারণ এর মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক, যার সাথে কিছুদিন আগেই সৌজন্য সাক্ষাৎ করে এসেছেন মোদি। ২০২৪ সালের এপ্রিলে ইলন মাস্ক ঘোষণা দেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর জন্য বিশেষভাবে তৈরি একটি উন্নত এআই নিয়ে আসা হবে।

আরও পড়ুনঃ  স্ত্রীকে গলা কেটে হত্যার পর পাশেই বসে ছিলেন স্বামী

ইলন মাস্কের এআই ভেঞ্চার এক্স এআই গত মাসেই চালু করেছে গ্রোক থ্রি। মাত্র কয়েকদিনেই এই চ্যাটবট ব্যবহারকারীদের মাঝে রীতিমতো ঝড় তুলেছে। চ্যাটজিপিটি রিয়েল টাইম তথ্যের জন্য ওয়েব ব্রাউজ করতে পারে, তবে মূলত এটি আগে থেকে নেয়া জ্ঞানের উপর নির্ভর করে। অপরদিকে, গ্রোকের সাথে সামাজিক মাধ্যম এক্স-এর সরাসরি এক্সেস রয়েছে, যা এটিকে ট্রেন্ডিং এবং রিয়েল টাইম ইভেন্টগুলোতেও আরো আপডেট করে তোলে। গ্রোক থ্রি-কে তার পূর্বসুরী গ্রোক টু এর চেয়েও ১০ গুণ বেশি শক্তিশালী বলে দাবি করেছে এক্স।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ